রেললাইন সেতু থেকে ঝাঁপ দিয়ে প্রেমিক-প্রেমিকা আহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৬| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪
অ- অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার কালকাপুর রেললাইনের সেতুর ওপর বসে ভালোবাসার গল্পে মেতেও উঠেছিলেন ওই যুগল। তবে হঠাৎ করে ওই সেতুর কাছাকাছি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তারা। ভয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রেললাইনের সেতুর নিচে। এতে দুজনই আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেললাইন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রেমিক শামীমের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামে। আহত প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।

আহত শামীমের ডানহাত ও প্রেমিকার মাজার হাড় ভেঙে যায়। বর্তমানে তারা দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা থানা এ ঘটনা নিশ্চিত করে জানায়, মৃত্যুর দুয়ার থেকে ফিরেছে তারা।

এ বিষয়ে সোমবার দুপুরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকাশ বলেন, আহত ওই প্রেমিক-প্রেমিকাকে রাতে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাল-পরশু বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা