রাজবাড়ীতে গাছচাপায় শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৮
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ কাটার সময় গাছের চাপায় রেজাউল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত রেজাউল ইসলামের বাড়ি ওই উপজেলার বহরপুর ইউনিয়নের পারগুর গ্রামে।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ হোসেন বাবু জানান, সর্ববেতেঙ্গা গ্রামের এক বাড়িতে রেজাউল ও তার এক সহযোগী শ্রমিক হিসেবে গাছ কাটচ্ছিল। দুপুরে তাড়াহুড়ো করে গাছ কাটার পর গাছের গোড়া রেজাউলের ওপর এসে পড়ে। এতে সে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই রেজাউলের মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা