রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম, পাঁচজনকে চূড়ান্ত করে শিগগির গেজেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:১১| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১
অ- অ+

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের চূড়ান্ত নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর একে একে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে তারা রাষ্ট্রপতির কাছে বাছাই করা নামের তালিকা তুলে দেন। এখান থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

নাম জমা দেয়ার পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখনই নাম প্রকাশ করা হবে না। পাঁচজনের নাম চূড়ান্ত করার পর দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।’

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শারীরিক অসুস্থতার কারণে বঙ্গভবনে উপস্থিত হতে পারেননি।

অন্য যারা নামের তালিকা নিয়ে বঙ্গভবনে গেছেন তারা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

গত ৫ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলের কাছ থেকে নামের প্রস্তাব চায় সার্চ কমিটি। সেখানে ৩২২ জনের নামের প্রস্তাব আসে। পরে কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে বসে। এরপর নিজেদের মধ্যে কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/বিইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান ফিল্ম ফেস্টিভ্যালে কেন এত দীর্ঘ হাততালি?
নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিটের আদেশ আজ
দুপুরের মধ্যে দেশের ১৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা 
বিশ্বের সবচেয়ে ধনী রাজা রামা এক্স, বিলাসিতার ঝলক দেখলে চমকে উঠবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা