মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কেরুর কর্মচারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৩:২৭ | প্রকাশিত : ০৬ মার্চ ২০২২, ১৩:২২

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে আবু সিদ্দিক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে দর্শনা থানা পুলিশ আহত আবু সিদ্দিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সিদ্দিক চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত দাউল মণ্ডলের ছেলে। তিনি কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাত ১০টার দিকে দর্শনার পুরাতন বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর।

তিনি বলেন, দর্শনার পুরাতন বাজারের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির পোলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন আবু সিদ্দিক। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সিদ্দীকের ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের দুইটা বাড়ি হওয়ায় আমার বাবা রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে শ্যামপুর থেকে একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের বাড়ি যাচ্ছিলেন। আধাঘন্টা পর জানতে পারি বাবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাবাকে বাঁচানো যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর আবু সিদ্দিককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :