সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২২, ১৮:৩০

সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নিজস্ব বাড়ি থেকে তাদের সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হাসেম (৭২) বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান এবং চাপড়া গ্রামের মুজিবুর রহমান দনু (৭৫)।

বেলা সাড়ে ১২টার দিকে পাইথালী গুড়গুড়ি তার নিজস্ব মৎস্য ঘের থেকে আবুল হাসেমকে এবং মুজিবুর রহমান দনুকে চাপড়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. চমন আরা।

প্রায় এক মাস আগে ঢাকা থেকে পিবিআই একটা টিম তাদের বিষয়ে তদন্তে করেন বলে জানা গেছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অপহরণ এবং নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে। যে কারনে রোববার দুপুরে সাতক্ষীরা ডিবি পুলিশের সদস্যরা তাদের কে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :