সম্মাননা পাচ্ছে পঁচিশ বছর পেরোনো নোয়াব সদস্য সংবাদপত্র

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) পঁচিশ বছর পার করা সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা প্রদান করবে।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোয়াবের সদস্য এবং অন্তত পঁচিশ বছর প্রকাশনা অব্যাহত রেখেছে- এমন ১১টি দৈনিক পত্রিকা পাচ্ছে এ সম্মাননা।
সংবাদপত্রগুলো হচ্ছে- দৈনিক ইত্তেফাক, ভোরের কাগজ, জনকণ্ঠ, সংবাদ, দি ডেইলি স্টার, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ইনকিলাব, আজাদী, পূর্বাঞ্চল, করতোয়া, পূর্বকোণ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াব সদস্য, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি-লেখক, রাষ্ট্রদূত, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা
এ বিষয়ে মঙ্গলবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৪ সালে যাত্রা করে দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০১৫ সালে বাণিজ্য সংগঠন হিসেবে নিবন্ধিত হয় নোয়াব। এর পর থেকে সদস্য পত্রিকাগুলোর কর্তৃপক্ষের অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের সংবাদপত্রের প্রতিনিধিত্বমূলক সংগঠনে পরিণত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নোয়াবের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
(ঢাকাটাইমস/৩০মার্চ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

ডিআরইউ সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মামুন, সম্পাদক বাবু

‘নির্বাচনকে অর্থবহ করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

বিএফইউজের নির্বাচন ৮ ডিসেম্বর

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে নিয়ে সিবিসির অনুসন্ধানী প্রতিবেদন

আহত সাংবাদিকের পাশে র্যাব

গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় আইপি টিভি ওনার্স ফোরামের নিন্দা

বিএফইউজে সম্মেলন বয়কট ডিইউজের
