দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পার্শ্ববর্তী নিউল্যান্ডস এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সাল (২৯) নামের নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় নিহতের দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় ভেঙে পড়েছেন তার মা ঝর্ণা আক্তার, স্ত্রী ডলিসহ পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সাল নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের জিয়াউল হকের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাব্বানী ফয়সাল। তিনি এক মেয়ের জনক।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে গত ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় যান আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সাল। পরে জোহানেসবার্গ শহরের নিউল্যান্ডস এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। তার পাশে ব্যবসা করতেন ফয়সালের ভগ্নিপতি, তিনি বর্তমানে দেশে রয়েছেন। সবশেষ গত ২০২১ সালের জুনে বাড়ি আসার পর ডিসেম্বরে পুনরায় আফ্রিকায় ফিরে যান ফয়সাল।
নিহতের চাচা মো. মাহফুজ জানান, বুধবার সকালে আফ্রিকা থেকে তাদের মোবাইলে জানানো হয় আবু তাহের মাসুদের রক্তাক্ত লাশ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে আছে।
ওই তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন ফয়সাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তার প্রতিষ্ঠান থেকে ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনতে পান পার্শ্ববর্তীরা। পরে তারা এগিয়ে গিয়ে প্রতিষ্ঠানের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ফয়সালকে। এসময় তারা ফয়সালকে উদ্ধার করে স্থানীয় মেফেয়ারের নেটকেয়ার গার্ডেন সিটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আগামি ২এপ্রিল আবু তাহের মাসুদ রাব্বানী ফয়সালের লাশ বাংলাদেশে আনা হবে। পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকাটাইমস/৩০মার্চ/এআর
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

সৌদি থেকে ফিরল ভুক্তভোগী ১২ নারী কর্মী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন রাষ্ট্রপতি

ইতালিতে বৃহত্তর সিলেট ইয়াং স্টার ক্লাবের সভাপতি হাসান, সম্পাদক ইকবাল

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোম মহানগর বিএনপির দোয়া মাহফিল

ইতালির তরিনোতে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ইতালির পাদোভায় এবিপি নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

ইতালির মিলানে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন স্বেচ্ছাসেবকদলের

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন

কুলাউড়া উপজেলা সমিতি পর্তুগালের পূর্ণাঙ্গ কমিটি গঠন
