তৃতীয় ধাপে ‘মজবুত’ ঘর পাবে গৃহহীনেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৯:২৪ | প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ০৯:১৬

প্রধানমন্ত্রীর উপহারের ঘর আরও মজবুত এবং দীর্ঘস্থায়ী করে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য খরচ আগের চেয়ে বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তৃতীয় ধাপে ৬৫ হাজার ৪৭৪ পরিবারের জন্য ঘর তৈরি করা হচ্ছে, যা ঈদুল ফিতরের পর থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে তথ্য জানা গেছে।

সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক আবু ছালেহ মো. ফেরদৌস খান এ তথ্য জানিয়েছেন।

নতুন মহজবুত ঘরের বিষয়ে প্রকল্প পরিচালক জানান, ৬৫ হাজার ৪৭৪টি বাড়ির নির্মাণ কাজ চলছে। তিনিন বলেন, ‘আমরা এবার বাজেট বাড়িয়ে করছি, যাতে বাড়িগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সারা দেশের ভূমিহীন ও গৃহহীন আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ এসব ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুই শতক জমির স্বত্বসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়। সঙ্গে রয়েছে রান্নাঘর ও টয়লেট। বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি পালন এবং শাক সবজি চাষেরও জায়গা রাখা হচ্ছে।

প্রকেল্পর প্রথম দুই ধাপে বেশ কিছু ত্রুটি পেয়েছে সরকার। কয়েকটি স্থানে ঘর ভেঙে পড়ে, কোথাও দেয়াল ফেটে যায়, ঘর দেবে যায়। এবার ওই সমস্যাগুলো কাটিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। অবকাঠামোতে পরিবর্তন এসেছে। এবার প্রতিটি বাড়ির নির্মাণ খরচও আগের চেয়ে ৬৯ হাজার টাকা বেড়েছে। তৃতীয় ধাপে বাড়ি প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ৬৯ হাজার টাকা।

জানা গেছে, এবার ঘর তৈরিতে আরসিসি ঢালাইয়ের ওপর গ্রেট বিম এবং কলাম দেওয়া হয়েছে। পুরো ঘরে দেওযা হয়েছে লিনটেল। আর আগের ঘরগুলোতে ছিল ইটের ভিত এবং কলাম। শুধুমাত্র জানালা এবং দরজায় লিনটেল ছিল।

উল্লেখ্য, চলতি অর্থবছরে আশ্রয়ণ প্রকল্পে এক লাখ ৮২ হাজার ৮০৩ পরিবার বাড়ি পাবে। এ জন্য তিন হাজার ৯৭১ কোটি ছয় লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারের কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যের: প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডও উদ্বিগ্ন: প্রধানমন্ত্রী

থাইল্যান্ড সফর সফল ও ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী 

থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী 

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দেশে আসছে দুপুরে

চট্টগ্রাম ও নোয়াখালীতে ঝড়ের আভাস

থাইল্যান্ড সফর: আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকালে

দুই অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

এই বিভাগের সব খবর

শিরোনাম :