ড. রেদওয়ানকে একহাত নিলেন এলডিপির সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২২, ২০:৪৩| আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:৪৬
অ- অ+

দীর্ঘদিন অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এখন ভিন্ন প্লাটফর্মে রাজনীতি করছেন এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। একদিন আগে জাতীয় সরকার ইস্যু নিয়ে বিএনপি নেতাদের নিয়ে এলডিপি মহাসচিব ড. রেদওয়ান আহমেদের বক্তব্যের কড়া সমালোচনা করলেন সেলিম।

অনতিবিলম্বে কর্নেল অলি আহমদের এলডিপির বিরুদ্ধে বিএনপির যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন সেলিম।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দেন শাহাদাত হোসেন সেলিম।

বিবৃতিতে সেলিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন রেদোয়ান আহমেদ। এতে করে দলটির দেউলিয়াত্ব প্রকাশ হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে আঁতাতের চেষ্টা ছিল তা রেদোয়ান আহমেদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, দেনা-পাওনা না মেলায় এবং অলি আহমদের অতি চাহিদার কারণে এলডিপি তখন আওয়ামী সরকারে যেতে পারেনি বলে বাজারে গুজব আছে। বিএনপির উচিত হবে অনতিবিলম্বে অলি আহমদের এলডিপির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।

‘বিএনপির কিছু নেতা একদিকে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ ঐক্য বিনষ্টের জন্য বিভিন্ন সভা-সমাবেশে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এটা ঐক্য বিনষ্টের প্রয়াস’- রেদোয়ান আহমেদের এমন বক্তব্যের সমালোচনা করে শাহাদাত হোসেন সেলিম বলেন, জনগণ যখন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, তখন নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের প্রস্তাব একটি রাজনৈতিক ষড়যন্ত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা মাত্র।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব এসেছে। এর পরও যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত রেখে নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের পক্ষে কথা বলছেন, নিঃসন্দেহে তারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রকৃতপক্ষে দেশি-বিদেশি কুচক্রি মহলের ইন্ধনে এই প্রস্তাবকে তারা মুখে তুলে রাজনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করেছেন।

রেদোয়ান আহমেদের বক্তব্য বিএনপির কোটি কোটি নেতা-কর্মীদের বেদনাহত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শাহাদাত হোসেন সেলিম আরও বলেন, এলডিপির জন্মের সময় থেকে যারা-যারা যুক্ত ছিলেন, যাদের উদ্যোগে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে, আজ সবাই এলডিপি ছেড়ে চলে গেছেন। এলডিপির জন্মের সময়কার কেউ আর অলি আহমদের সঙ্গে নেই। পরিস্থিতি এমন যে, অলি আহমদের এলডিপি একটি কাগুজে বাঘ। আর তার অংশের মহাসচিব রেদোয়ান আহমেদ অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে নন। তিনি মন্ত্রী হিসেবে দুর্নীতিসহ নানা কিছুতে বিতর্কের জন্ম দিয়েছেন। যিনি বিএনপির কল্যাণে এমপি হয়েছেন, বিএনপির কল্যাণে মন্ত্রী হয়েছেন, আজ তার মুখেই বিএনপিনেতাদের বিরুদ্ধে বক্তব্য শোনা যায়।

তিনি বলেন, কিছুদিন আগেও রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগদানের জন্য দ্বারে-দ্বারে ধরনা দিয়েছেন। আজকে তাদের মুখেই শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার গঠনের কথা শোনা যায়। এটা কোনো নিজস্ব মত হতে পারে না। এটা দেশের মানুষের সঙ্গে পরিহাস, প্রতারণা ছাড়া কিছু নয়। যারা আওয়ামী লীগের অধীনে জাতীয় সরকার গঠনের কথা বলেন, তারা নিঃসন্দেহে জাতীয়তাবাদী শক্তির ভেতরে চক্রান্তকারী।

এই চক্রান্তকারীদের জোটে রেখে আগামী দিনে কোনও রাজনৈতিক স্বার্থই হাসিল করা সহজ হবে না। এ অবস্থায় অনতিবিলম্বে অলি আহমদের এলডিপিকে জবাবদিহিতার আওতায় আনতে বিএনপির প্রতি আহ্বান জানান শাহাদাত হোসেন সেলিম।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা