ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২২, ১৬:২৩
অ- অ+

রাশিয়ান বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেতস্কে ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানান। খবর আল জাজিরার।

তিনি বলেন, আভদিভকা কোক প্লান্টে রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বোমা হামলায় লাইমান শহরে পাঁচ জন, ভুগ্লেদারে চার জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে আরও দুই জন নিহত হয়েছেন।

কিরিলেনকো আরও বলেন, প্রায় এক মাস আগে ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহতের পর এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

(ঢাকাটাইমস/৪মে/ওএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন মাজহারুল হক
আইপিএল: দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা