বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা ৪০ শতাংশ কমালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১৫:৪২| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:৩১
অ- অ+

২০২৪-২৫ অর্থবছরে প্রতিবেশী দেশগুলোর জন্য উন্নয়ন বাজেট ঘোষণা করেছে ভারত। এ বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ কমিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দেশটি মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স (এমইএ) কয়েকটি দেশের জন্য চার হাজার ৮৮৩ কোটি টাকার উন্নয়ন সহায়তা বরাদ্দ রেখেছে। এর উল্লেখযোগ্য অংশ পাবে প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান ও মিয়ানমার।

বাজেটে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ভারত সব মিলিয়ে ১২০ কোটি রুপি উন্নয়ন সহায়তা দেবে বাংলাদেশকে। গত অর্থবছরের এই সহায়তার পরিমাণ ছিল ২০০ কোটি রুপি। এ হিসাবে ৮০ কোটি রুপি বা ৪০ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে।

এদিকে এবারের উন্নয়ন সহায়তায় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান। চলতি অর্থবছরে ভুটানের জন্য ২ হাজার ৬৮ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। তবে গত বছরের তুলনায় ভুটানের জন্য বরাদ্দও কিছুটা কমেছে। গতবছর দেশটিকে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৪০০ কোটি রুপি।

ভূটানের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে নেপাল। ২০২৪-২৫ অর্থবছরে নেপালের জন্য ৭০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে নয়া দিল্লি। গত বছর ছিল ৫৫০ কোটি রুপি।

এছাড়া শ্রীলঙ্কার জন্য বরাদ্দ হয়েছে ২৪৫ কোটি রুপি, গত বছর যা ছিল ১৫০ কোটি রুপি। মরিশাসকে ৩৭০ কোটি রুপি, আগের বছরে যা ছিল ৪৬০ কোটি রুপি। আফগানিস্তানের জন্য ২০০ কোটি রুপি, গত অর্থবছর বরাদ্দ ছিল ২২০ কোটি রুপি। এছাড়া ইরানের চাবাহার বন্দরের জন্য ১০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

এদিকে ভারত সরকারের এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ কমানো হয়েছে মালদ্বীপের। চলতি অর্থবছরে দেশটির জন্য ৪০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৮ শতাংশ কম। আগের বছর দেশটি ৭৭০ কোটি রুপির সহায়তা পেয়েছিল। কারণ হিসেবে বলা হচ্ছে গত বছরের নভেম্বরে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। যার ফলে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক ভাল যাচ্ছে না।

অন্যদিকে মিয়ানমারের জন্য বরাদ্দও কমানো হয়েছে। এবারে বাজেটে জ্ন্তা শাসিত দেশটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫০ কোটি রুপি, যা গতবছর তুলনায় ১৫০ কোটি কম। গতবার দেশটির জন্য ৪০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা