গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ১২:৪৯| আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:৫২
অ- অ+

ইসরায়েলি সৈন্যরা গাজা উপত্যকায় খান ইউনিস শহরে একটি অভিযানের সময় চার ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে। এরমধ্যে একজন বেসামরিক নাগরিক এবং চারজন সেনা সদস্য বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার আইডিএফ এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত মরদেহের মধ্যে রয়েছেন- ৫৬ বছর বয়সী মায়া গোরেন, যিনি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষিকা। এছাড়া সৈন্যদের মধ্যে ৩৩ বছর বয়সী ওরেন গোল্ডিন, মেজর রভিদ আরিয়েহ কাটজ, ১৯ বছর বয়সী সার্জেন্ট কিরিল ব্রডস্কি ও ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট টোমার ইয়াকভ আহিমাস।

আইডিএফ বলেছে, তারা ধারণা করছে মিসেস গোরেনকে বন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল। বাকি চারজনকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবর হামাসের হামলার সময় হত্যা করে তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, সেনাবাহিনীর ৯৮ তম ডিভিশন এবং শিন বেট এজেন্সির সদস্যরা খান ইউনিসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই মরদেহগুলো উদ্ধার করে। তবে আরও বিশদ বিবরণ দেয়নি আইডিএফ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ২০০ জন। পাশাপাশি ইসরায়েল থেকে প্রায় ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস।

এরমধ্যে গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে ইসরায়েলি কারাগার থেকে ২৪০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার মধ্যে ৭১ জন মহিলা এবং ১৬৯টি শিশু রয়েছে। বিনিময়ে ২৪ বিদেশিসহ মোট ১০৫ জনকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েলের দাবি হামাসের কাছে এখনো প্রায় ১১২ জন জিম্মি আটক রয়েছে। তবে এটা এখনো পরিষ্কার নয় যে বাকী জিম্মিদের কতজন এখনো জীবিত রয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা