হাজীগঞ্জে ভোজ্য তেলের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের তল্লাশি

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভোজ্য তেলের গোডাউনগুলোতে তল্লাশি করেছে ভ্রামমাণ আদালত। রবিবার (১৫ মে) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান পাইকারী আড়তদারদের বিভিন্ন গোডাউনে তেলের মজুত ও পুরানো তেল আছে কিনা তা খুঁজে দেখা হয়। এ ছাড়াও বাজারে বিভিন্ন মুদি দোকানে ডিসপ্লেতে ভোজ্য তেল আছে কিনা ভ্রাম্যমাণ আদালত তা খুঁজে দেখেন।
কোনো ব্যবসায়ীর দোকানে ভোজ্য তেলের মজুত না থাকায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম ব্যবসায়ীদের অভিনন্দন জানান।
ইউএনও বলেন, হাজীগঞ্জ বাজারে আমরা যেসব মুদি দোকানের গোডাউনগুলো অভিযান চালিয়েছি, সেগুলোতে ভোজ্য তেলের মজুত পাইনি।
তিনি বলেন, এটা ব্যবসায়ীদের আমার একটা ম্যাসেজ। আপনার অবশ্যই তেল মজুত করবেন না এবং সরকারের বেঁধে দেয়া মূল্যের বেশি কেউ তেল বিক্রয় করবেন না। হাজীগঞ্জ বাজারে তেলের কোনো ক্রাইসিস নেই। বিভিন্ন দোকানে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। আমরা কাউকে জরিমানা করতে আসেনি, যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছে তাদেরকে সতর্ক করার জন্য এ অভিযান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফকুল আলম চৌধুরী ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৫মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ
হত্যা মামলায় একই পরিবারের তিনজনের ফাঁসি, একজনের আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুর-ঢাকা এক লাফে লঞ্চভাড়া বাড়ল ৫০ টাকা, যাত্রীদের মাথায় হাত

ধরলায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মহরমকে চট্টগ্রামে বদলির মাধ্যমে শাস্তি শুরু: ডিআইজি

বগুড়ায় সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষক, সড়ক অবরোধ

বগুড়ায় ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আটক

বরগুনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

সমুদ্রে নিখোঁজের দুই দিন পর পর্যটক মরদেহ উদ্ধার
