স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২২, ২০:৪৫
অ- অ+

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কোর্ট পরিদর্শক মো. মোস্তফা কামাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মোছা. মুক্তি খাতুন ও তার পরকীয়া প্রেমিক প্রতিবেশী সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি অ্যাড. আব্দুর রহমান বলেন, বিয়ের মাত্র দুই মাস পরে ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার স্বামীকে নিতে তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে যায়। রাতের খাওয়া শেষে মুক্তি ও তার স্বামী মনিরুল ওই বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ঔষুধ খাওয়ায় এবং ঘরের দরজা খোলা রেখে দেয়।

এরপর পুর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির পরকীয়া প্রেমিক সাইদুল ইসলাম ওই ঘরে ঢুকে ২ জন মিলে মনিরুল হককে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এই রায় দেন।

পুলিশের কোর্ট পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, আসামীদের উপস্থিতিতেই আদালত এই রায় প্রদান করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা