সিংড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৭:৫২
অ- অ+

নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। উদ্বোধনী খেলায় চামারী ইউপি ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয় সিংড়া পৌরসভা ফুটবল একাদশ এবং শেরকোল ইউপি ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় তাজপুর ইউপি ফুটবল একাদশ।

খেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন সাতপুকুরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মানিক কুমার সাহা।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই খেলায় সিংড়া উপজেলার মোট ১৩টি দল অংশ গ্রহণ করছে।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা