মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২২, ১১:৪৪

মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

গত বুধবার মায়ো মিন হটুট নামের ওই কর্মী মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলির কারণে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ডব্লিউএইচও ফেসবুকে এক প্রতিবেদনে জানায়, গত পাঁচ বছর ধরে মায়ো মিন গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি স্পষ্ট না।

তবে স্থানীয় একটি সরকার বিরোধী গোষ্ঠী মিনকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দাবি, মিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করত। এ ছাড়া, গত বছর সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারীদের নানাভাবে হয়রানি করত।

তবে এ দাবির পক্ষে মিয়ানমারে হু এর অফিসের কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

ওই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডব্লিউএইচও।

এ ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে নিন্দা প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে।

(খবর আলজাজিরা)

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

চীনের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা প্রত্যাখান ‘দুর্ভাগ্যজনক’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সামরিক জোটের আধুনিকায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র ও জাপান

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

লেবাননে বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

ইরানের এক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

এই বিভাগের সব খবর

শিরোনাম :