মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২২, ১১:৪৪
অ- অ+

মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

গত বুধবার মায়ো মিন হটুট নামের ওই কর্মী মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলির কারণে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ডব্লিউএইচও ফেসবুকে এক প্রতিবেদনে জানায়, গত পাঁচ বছর ধরে মায়ো মিন গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি স্পষ্ট না।

তবে স্থানীয় একটি সরকার বিরোধী গোষ্ঠী মিনকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দাবি, মিন সরকারের গুপ্তচর হিসেবে কাজ করত। এ ছাড়া, গত বছর সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারীদের নানাভাবে হয়রানি করত।

তবে এ দাবির পক্ষে মিয়ানমারে হু এর অফিসের কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।

ওই কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডব্লিউএইচও।

এ ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে নিন্দা প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে।

(খবর আলজাজিরা)

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা