বিমানযাত্রায় কোভিড পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখানোর বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোশেল ওয়ালেনস্কি চার পৃষ্ঠার এক নির্দেশনায় ওই বিধান তুলে দেওয়ার কথা জানান।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে করোনার নেগেটিভ সনদ দেখানোর প্রয়োজন নেই। তবে, করোনার নেগেটিভ সনদ না দেখাতে হলেও আরোহীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি। ফলে, কিছুটা হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে।
দেশটির পূর্বাঞ্চলীয় সময় রবিবার প্রথম প্রহর থেকে বিধান তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, মূলত বাইডেন প্রশাসন দেশটিতে এয়ারলাইসেন্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের চাপের মুখেই সনদ প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে।
কারণ বহু আমেরিকার নাগরিক বিদেশে ভ্রমণ করলে কোভিডে আক্রান্ত হলে তাদের দেশে ফেরা কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে মার্কিন নাগরিকদের বিদেশে ভ্রমণের হার তুলনামূলক কমে যায়।
ডেল্টা এয়ারলাইসেন্সের প্রধান নির্বাহী এড বাস্টিয়ানের মতে, কোভিড পরীক্ষার বিধিনিষেধ তুলে নিলে ভ্রমণ বাড়বে। ডেল্টা যে ৫০টি দেশে কাজ করে তার ৪৪টি দেশেই এমন পরীক্ষা আর লাগে না।
বাইডেন প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রজার ডো বলেন, এ পদক্ষেপ মহামারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া মার্কিন ভ্রমণ খাতকে আরও চাঙ্গা করবে।
(ঢাকাটাইমস/১১জুন/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

মলদোভায় শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলেনস্কি

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

লেবাননে বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

ইরানের এক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী
