কারখানায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২২, ১৬:০০| আপডেট : ১২ জুন ২০২২, ১৬:৩৮
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ভেতর নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি আমির হামজা মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার পরিদর্শক বিপ্লব কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার হওয়ার পর থেকে ওই যুবক পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভূইগড়ের রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমির হামজা মোল্লা মামলার প্রধান আসামি। তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। তবে তার সহযোগী মামলার আরেক অজ্ঞাত এখনো পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

মামলায় বলা হয়, গত ৪ জুন সকালে রঘুনাথপুর এলাকার আলিফ নামের পোশাক কারখানায় কাজে যান ২০ বছর বয়সী ওই নারী শ্রমিক। কারখানায় বিদ্যুৎ না থাকায় তিনি তৃতীয় তলায় যান। সেখানে আরেক শ্রমিক মো. মোল্লার সঙ্গে তার দেখা হয়। মোল্লা তাকে বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করতে বলেন।

একপর্যায়ে তার মুখ চেপে ধরে মোল্লা আরেক সহকর্মীর সহায়তায় মেয়েটিকে একটি রুমে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন তারা। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দেন। পরদিন ওই নারী কারখানায় গিয়ে এক সহকর্মীকে বিষয়টি জানান। তিনি জানান কারখানা কর্তৃপক্ষকে। এ ঘটনায় শনিবার দুপুরে ২ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন ওই নারী।

(ঢাকাটাইমস/১২জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
রূপগঞ্জে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশুর মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে রাষ্ট্র সংস্কার জরুরি: ফয়জুল করীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা