ঘোষণার একদিন পরও বাজারে কমেনি সয়াবিন তেলের দাম

ওমর ফারুক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৯:১৭| আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:১৯
অ- অ+
ফাইল ছবি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা এলেও এর প্রভাব পড়েনি বাজারে। খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নতুন দামের পণ্য ডিলাররা সরবরাহ না করায় দাম কমেনি বলে ভাষ্য ব্যবসায়ীদের।

তিন দফায় ৫৫ টাকা বাড়ানোর পর রবিবার দুপুরে সয়াবিন তেলের দাম লিটারে ছয় টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

তাদের নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম দাঁড়াবে ৯৮০ টাকায়। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর করার কথা থাকলেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি।

রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, নতুন দামের তেল এখনো বাজারে আসেনি। পূর্বের দামের তেলই বিক্রি হচ্ছে বেশিরভাগ স্থানে। ডিলারদের থেকে নতুন দামের তেল পাওয়া গেলে বাজারে নির্ধারিত দামে বিক্রি হবে।

মহাখালী কাঁচা বাজারের ব্যবসায়ী ইয়াসিন আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘শুনেছি সয়াবিন তেলের দাম কমানো হবে। কিন্তু আজ ডিলারদের থেকে নতুন কোনো চালান পাইনি। তারা বলছে, কোম্পানি থেকে সাপ্লাই দেয়া হয়নি।’

আরেক ব্যবসায়ী ইয়াকুব মিয়া জানান, ‘দাম বাড়লে ডিলাররা বাড়াতে সময় নেন না। কিন্তু কমলে তাদের যতো গড়িমসি । প্রতিদিন ডিলার থাকলেও আজ (সোমবার) ডিলার আসেনি। দুই-একজন এলেও নতুন দামের তেল তারা এখনো পাননি।’

সোমবার বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৮৫ টাকায়। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকায় বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী নাজমুল রাজীব ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা আগের দামের তেলগুলো এখনো বিক্রি করছি। কিছুদিন পর থেকে হয়তো কোম্পানি থেকে নতুন দামের তেল সাপ্লাই পাবো।’

তীর কোম্পানি ডিলার মিলন হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘যেহেতু নতুন দাম ঘোষনা করা হয়েছে, সে দামের প্রোডাক্ট বাজারে আসতে কিছুদিন সময় লাগবে। কোম্পানি নতুন রেটের প্রোডাক্ট ছাড়লেই আমরা সবখানে সাপ্লাই দিতে পারবো।’

(ঢাকাটাইমস/২৭জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা