রাজধানীতে ট্রাকচাপায় শাহীন কলেজের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১২:১০| আপডেট : ২৯ জুন ২০২২, ১২:৫৫
অ- অ+

রাজধানীতে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ গেছে বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর। তার নাম মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে দুই মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু এই পথে যাওয়া সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা সিফাত পড়ে গিয়ে ট্রাকের নিচে পাচা পড়ে মারা যান।

ওসি বলেন, এঘটনায় এখন পর্যন্ত ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। সিফাতের পরিবারও কোনো মামলা করবে না। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করতে ঢামেক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সিফাতকে ঢামেকে আনা আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাত ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার মো. হানিফ খন্দকারের ছেলে। তিনি বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিলেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯জুন/এমআই/এএইচ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা