কুড়িগ্রামে বিএসএফের ধাওয়া নদীতে নিখোঁজ দুই শিশু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২৩:৪৪| আপডেট : ০৩ জুলাই ২০২২, ০০:১৫
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দেশে ফিরছিলেন রহিম উদ্দিন। ফেরার সময় মায়ের হাত ধরে নদী পার হচ্ছিল দুই শিশু। এ সময় হঠাৎ বিএসএফের ধাওয়ায় মায়ের হাত থেকে ছুটে নদীর স্রোতে নিখোঁজ হয় ওই দুই শিশু। তবে তাদের বাবা-মা নিরাপদে নদী পার হয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে নীলকুমার নদীতে শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

শনিবার এ রিপোট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের সন্ধান মেলেনি।

নিখোঁজ শিশুরা হলো- পারভীন খাতুন (৯) ও শাকিবুল হাসান (৫)। তারা নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের সামিনা খাতুন (৩২) ও রহিম উদ্দিন (৩৭) দম্পতির সন্তান।

নিখোঁজ শিশুদের দাদা জিয়া উদ্দিন (৭০) জানান, রহিম উদ্দিন ২০০৪ সালে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে যান। এরপর ২০০৫ সালে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার নয়ারহাট এলাকার সাজেদুল হকের মেয়ে সামিনা খাতুনকে বিয়ে করেন। তখন থেকে রহিম উদ্দিন সেখানে বসবাস করে আসছেন। সেখানে তাদের দুটি সন্তানের জন্ম হয়।

নিখোঁজ শিশুর বাবা রহিম উদ্দিন (৫০) জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রথমবারের মতো স্ত্রী ও দুই সন্তানকে দেশের বাড়িতে নিয়ে আসছিলেন তিনি। এ অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। তাদের নিরাপদে আনার জন্য সীমান্তের দালালদের সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তি হয়। চুক্তি মোতাবেক শুক্রবার রাতে আরও ২৫ জনের মতো নারী-পুরুষসহ তাদের সীমান্ত লাগোয়া একটি বাড়িতে এনে রাখা হয়। এরপর মধ্যরাতের দিকে নীলকুমার নদী দিয়ে কাঁটাতারের বেড়া পার করার জন্য আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৩-এর পার্শ্ববর্তী ধর্মপুর সীমান্ত এলাকার নদী পাড়ে তাদের নিয়ে আসা হয়।

এ সময় ভারতের ছেউটি-১ বিএসএফ বিওপির টহল দল লাইট জ্বালিয়ে তাদের দেখার পর ধাওয়া করে। এ অবস্থায় দালালরা তড়িঘড়ি নদী পার হওয়ায় জন্য তাদের নামিয়ে দেন। কিন্তু তার স্ত্রী সামিনা খাতুন সাঁতার না জানায় স্রোতের টানে এপারে এসে উঠতে পারলেও তার হাতে ধরা দুই সন্তান স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আদম আলী জানান, শনিবার স্থানীয় অধিবাসীরা নীলকুমার নদীতে নেমে দুই শিশুকে খুঁজেছেন। কিন্তু রাত সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

এ বিষয়ে ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানির সদর দপ্তরের কমান্ডার কবির হোসেন বলেন, ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুই শিশু নিখোঁজ হয়েছে বলে তারা লোকমুখে জানতে পেরেছেন। ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা