গোপালগঞ্জে দুদকের নতুন কার্যালয় উদ্বোধন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জে স্থাপন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নতুন কার্যালয়।
রবিবার গোপালগঞ্জ শহরের চাঁদমারি রোড এলাকায় (দুদক)- এ কার্যালয় উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আক্তার হোসেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, উপ পরিচালক সিফাত উদ্দিন, রেজাউল করিমসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
‘দেশ প্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হবে গোপালগঞ্জ। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাবো।
(ঢাকাটাইমস/৩জুলাই/এআর)

মন্তব্য করুন