পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ১০ নিরাপত্তাকর্মী আহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:১৮ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৭:০৭

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার নিরাপত্তাবাহিনীর বহরে আত্মঘাতী বোমা হামলায় ১০ নিরাপত্তাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন।

কর্মকর্তারা জানিয়েছেন, বহরটি মিরালি থেকে মিরামশাহ জেলা সদরের দিকে যাচ্ছিল। ঠিক তখনি একটি মোটরসাইকেল আরোহী তাদের কাছাকাছি গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। মিরালির খাদি মার্কেটের কাছে হামলাটি চালানো হয়।

জেলা প্রশাসক শহীদ আলী খান কনভয়ে আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

এর আগে একজন পুলিশ কর্মকর্তা জানান, হামলায় ১৫ জন আহত হয়েছেন।

আরেক সূত্র জানায়, তিনজন কর্মী গুরুতর আহত হয়েছে এবং তাদের বান্নু গ্যারিসনের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। বাসিন্দারা জানান, মিরালী-মিরামশাহ সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ ঘটনায় কোনো বিবৃতি দেয়নি।

গত এক মাসে এটি ছিল নিরাপত্তা বাহিনীর ওপর চালানো দ্বিতীয় আত্মঘাতী হামলা। ৩০ মে উত্তর ওয়াজিরিস্তানের রজমাক এলাকাতেও এক মোটরসাইকেল আরোহী নিরাপত্তা বাহিনীর বহরের ওপর আত্মঘাতী হামলা চালায়। এতে দুই সেনা এবং দুই শিশু আহত হয়।

সরকার যখন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে আলোচনা করছিল তখনই এই হামলার ঘটনাটি ঘটে।

শনিবার, জেলার গুলাম খান এলাকায় জঙ্গি ইসলামিক স্টেট গ্রুপের সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়।

(ঢাকাটাইমস/৬জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার কয়েকশ

চীন ও যুক্তরাষ্ট্রের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়: শি জিনপিং

গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিচার হবে কি না? প্রশ্নে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর ৯ মাসের জেল

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের নতুন প্রস্তাব ইসরায়েলের

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৫৫ 

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :