মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুল ওয়াহাব ভূঞা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৩ জুলাই ২০২২, ১৭:৫০

রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আব্দুল ওয়াহাব ভূঞাকে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আব্দুল ওয়াহাব ভূঞাকে উল্লিখিত পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
ঢাকাটাইমস/১৩জুলাই/ইএস

মন্তব্য করুন