তিন উপসচিবের দপ্তর পরিবর্তন
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ জুলাই ২০২২, ১৮:০৯| আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৮:৪০

উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
তিন কর্মকর্তার মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ্যের পরিচালক (উপসচিব) নূর-ই-খাজা আলামীনকে শিল্পমন্ত্রণালয়ে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপসচিব মোহা. লিয়াকত আলীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বেগম শামীমা খন্দকারকে কুমিল্লা ময়নামতি সেনানিবাসে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএস/কেএম)

মন্তব্য করুন