ক্ষমতাসীনদের লুটপাটের কারণে জ্বালানি খাতে দুরবস্থা: বুলু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৪৬ | প্রকাশিত : ৩১ জুলাই ২০২২, ১৫:১৮

ক্ষমতাসীনদের লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের জ্বালানি খাতে চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু।

রবিবার ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে দেশের মানুষ আজ কেমন আছে সে বিষয়ে কোনো খেয়াল নেই।

তিনি বলেন, আগামীতে কোনোভাবে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে জাতীয় নির্বাচন হতে দেব না।

বরকতউল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ তারেক রহমানের জনসমর্থনকে ভয় পায় বলেই দেশে আসতে দিচ্ছে না।

সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :