চাপ সামলে উঠতেই ফিরলেন বিজয়-মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ১৫:২১| আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫:৫৩
অ- অ+

হোয়াইটওয়াশ রক্ষার মিশনে খেলতে নেমে হঠাৎ তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিলো সফররত বাংলাদেশ। চতুর্থ উইকেটে দলকে চাপমুক্তই করছিলেন বিজয়-মাহমুদউল্লাহ। কিন্তু এর মাঝেই ফিফটি পূরণের পর ফিরলেন এনামুল হক বিজয়। পরে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদউল্লাহও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৭৭ রান তুলেছে টাইগাররা।

এখন ৩১ রানে রানে আফিফ হোসেন ও ১ রানে মেহেদি হাসান মিরাজ ব্যাট করছেন।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা সিকান্দার রাজা। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল খান। আউট হওয়ার আগে করেন ১৯ রান। পরের ওভারে শূন্যরানে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ উইকেটে বড় জুটিতে দলকে চাপমুক্ত করার দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন বিজয়। ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যাচ্ছিলেন শতকের পথে। কিন্তু ৭৬ রানে কটবিহাইন্ড হন তিনি। ৭১ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। বিজয় আউট হওয়ার কিছুক্ষণ পর ৬৯ বলে ৩৯ রান করে আউট হন রিয়াদ।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা