করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১০:৩৬
অ- অ+

করোনা মহামারিতে বিশ্বে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে ছয়শোর বেশি।

রবিবার (১৪ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০০ জন। আর বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পৌনে ৬ লক্ষাধিক মানুষ।

বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৯ কোটি ৪৬ লাখ। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৪৫৩ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৬৪ জন। আর মারা গেছেন ২২৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা