বরগুনায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আমতলী পৌর শহরের আল হেলাল মোড়ে এই ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেমকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার তাকে বরিশাল মেডিকেলে পাঠান চিকিৎসকরা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোয়াজ্জেম হোসেন খান সাকিব প্লাজার মোড়ে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মালাকার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ তোহাসহ কয়েকজন স্বেছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেমকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমতলী চৌরাস্তায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।এ সময় আমতলী-কুয়াকাটা মহাসড়কে শতাধিক পরিবহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আমতলী থানা পুলিশের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এআর)

মন্তব্য করুন