ধরলায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৭:৫৫
অ- অ+

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজ পূর্ব প্রান্তে ধরলা নদীতে গোসল করতে নেমে শুভ ইসলাম (১৭) নামে এক ৯ম শ্রেনির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার দুপরে ধরলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শুভ ইসলাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। শুভর বাবা লালমনিরহাট সদরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, শুভ স্কুল শেষে তিন বন্ধু মিলে গোসল দেওয়ার জন্য ধরলা নদীতে নামে। গোসল করার এক পর্যায়ে তীব্র স্রোতে শুভ নদীতে ডুবে যায়। এরপর দুই বন্ধু অনেক চেষ্টা করে তাকে খুঁজে না পেলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরে কুড়িগ্রাম সদরের ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারের কাজ শুরু করে। এখন পর্যন্ত শুভকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিখোঁজ শুভকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে রংপুরের ডুবুরি দলকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা