এবার চালু হচ্ছে স্মার্ট ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:১৩
অ- অ+

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে ডিজিটাল ভূমি সেবাকে এবার স্মার্ট ভূমি সেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে। চলতি মাসের মধ্যে এই স্মার্ট ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা কার্যক্রমে পরীক্ষামূলকভাবে ই-নামজারি পদ্ধতি স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশ্ন ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরম ডিজাইন করা হয়েছে। অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর ফলে ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে সহজে পূরণ করতে পারবেন আবেদনকারী। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরমের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া ক্রয়, হেবা সূত্রে হস্তান্তরকৃত জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানায়, ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমিসেবা অধিকতর গণমুখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভূমি বিষয়ক সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্তকরণের মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং গুণগত মান বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য কিংবা ডাটা কখনো উন্মুক্ত করা হবে না।

জানা গেছে, জাতীয় ভূমি সেবা কাঠামো www.land.gov.bd এ প্রবেশ করে ই নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারি ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে। এ ছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা