‘নিপুন বাজে মেয়ে, তার চরিত্রে প্রবলেম আছে’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৪| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৫
অ- অ+

নিপুন একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রে প্রবলেম আছে বহুবিধ। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বীভাবিক পথ বেছে নেয় আর একারনেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়ই।

একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। কারণ, আমি তো বিচারক ছিলাম,আর এই বিচারকগন বাস্তবতার প্রমান, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সবকিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষন করেই আমার আদেশ দিয়েছিলাম।

এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোন স্বর্থ ছিলো না আর তাতে কে কি বললো,সেটা আমি পরোয়া করি না। কারণ, আমি সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সকল সময় সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই,সন্দেহের কোন কোন বেড়া জাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক, পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে।

তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই আদালতে দিয়েছিলাম, পরে বাস্তবে কি হয়ে ছিলো তা সিনেমার রঙ্গীন পর্দায় দেখুন আগামীকাল হতে সিনেমা 'বীরত্ব। পরিচালনায় 'সাইদুল ইসলাম রানা'। চরিত্র: নিপুণ 'পতিতা' আর আমি 'বিচারক'

(অভিনেতা পীরজাদা হারুনের ফেসবুক পেজ থেকে নেওয়া)

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা