জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন: তিনজনের মনোনয়ন প্রত্যাহার, ভোটযুদ্ধে দুই প্রার্থী

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রবিবার নির্ধারিত সময়ের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বর্তমানে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাজা শামসুল আলম, জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত।

এছাড়া পাঁচটি সাধারণ সদস্য পদে ২৩ জন এবং দুটি সংরক্ষিত নারী সদস্য পদে ৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া জানান, আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি উপজেলায় মোট ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং পাঁচটি পৌরসভা মেয়র ও কাউন্সিলররা এবং ৩২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভোটে অংশ নিতে পারবেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :