দিনাজপুর জেলা পরিষদে নির্বাচনের সুযোগ পেলেন আ.লীগ প্রার্থী আজিজুল

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩
অ- অ+

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ব্যাংক লোনের কারণে বাতিলকৃত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী নির্বাচনের লড়াইয়ে সুযোগ পেয়েছেন। তার প্রার্থিতা বাতিল হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আজিজুল ইমাম চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দিয়েছেন।

রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মো. এসএম মনিরুজ্জামানের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের সচিব, দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজারকে (ইনচার্জ)।

সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম আবুল হোসেন জানান, গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর বাছাইয়ের বিরুদ্ধে আপিল করেন। পরে সেখানেও তার আপিলটি খারিজ হয়ে যায়। পরে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ আজিজুল ইমাম চৌধুরীকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি প্রদানের জন্য রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে দিনাজপুরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের কোন কাগজপত্র আমাদের কাছে এখনও আসেনি। কাগজপত্র আমাদের কাছে আসলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকার এফডিআর ফ্রিজ
ভাটারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ১৬ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার
সাংবাদিকদের নিয়ে এনসিপি নেতার হুমকি: প্রতিবাদ ও নিন্দা জানাল জানাল বিএফইউজে ও ডিইউজে
সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা