বগুড়ায় আয়াকে ধর্ষণ, ক্লিনিক ম্যানেজার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩২ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১৮

বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে ক্লিনিকের আয়াকে (৩৫) ধর্ষণের অভিযোগে ক্লিনিক ম্যানেজার আব্দুল আলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর থানা পুলিশ আব্দুল আলিমকে গ্রেপ্তার করে।

আব্দুল আলিম গাড়িদহ ইউনিয়নের কালশিমাটি গ্রামের আব্দুস সামাদের ছেলে ও ভিশন ল্যাব অ্যান্ড ক্লিনিকের ম্যানেজার।

জানা যায়, শেরপুর পৌর শহরের ভিশন ল্যাব অ্যান্ড ক্লিনিকে এক নারী আয়া পদে চাকরির সুবাদে ম্যানেজার আব্দুল আলিমের সঙ্গে পরিচয়। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ সেপ্টেম্বর আব্দুল আলিম তার স্ত্রী অসুস্থের কথা বলে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বললে আব্দুল আলিম তালবাহানা করে। পরে ও নারী সোমবার শেরপুর থানায় মামলা করলে পুলিশ আব্দুল আলিমকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :