রাজবাড়ীতে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২২, ১৭:২২

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে খানখানাপুর এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাহাদ বিশ্বাস পিয়াল, আরিফ মন্ডল, আশরাফুল ইসলাম, রমজান আলী ও আলীম শেখ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি শর্টগানের কার্তুজ, চায়নিজ কুড়ালসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে সেখানে অভিযান চালানো হয়। পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পালিয়ে গেছেন।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা রাজবাড়ী জেলাসহ আশপাশের জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। গ্রেপ্তার রাহাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, মাদকসহ ১৫ টি মামলা আছে। বাকিদের বিরুদ্ধেও মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :