জমে উঠেছে কুমিল্লার পাঁচ ইউপি নির্বাচনের প্রচারণা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৬:০৭ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১৪:৩৩

আগামী ২৮ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শেষ সময়ে প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী-সমর্থকেরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। প্রার্থী, কর্মী-সমর্থকেরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মিছিল, মিটিং, পথসভা, উঠান বৈঠকে গণসংযোগ চলছে সমান তালে।

সরেজমিনে দেখা গেছে, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক, রিকশায় মাইক বেঁধে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।

উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমতাজ উদ্দিন খান বলেন, সব শ্রেণিপেশার মানুষের মধ্যে আমার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি। আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে আদর্শ ইউনিয়নে পরিণত করবো।

২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সিরাজুল ইসলাম লিটন বলেন, ব্যাপক সমর্থন পাচ্ছি। আশা করছি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে প্রথমে ইউনিয়ন পরিষদের সেবা বাণিজ্য দূর করবো। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন সহ এ জাতীয় সকল সেবাসমূহে জনগণের দুর্ভোগ লাঘব করবো।

২নং চৌয়ারা ইউনিয়নের বাসিন্দা আবু নোমান মোহাম্মদ সায়েম বলেন, ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট আমাদের সবচেয়ে বড় ভোগান্তি। যেহেতু ভোট ইভিএম এ হবে, সেহেতু নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছি। তাই আমরা সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবো।

বিজয়পুর ইউনিয়নের বাসিন্দা শফিক বলেন, আমাদের ইউনিয়নটি লালমাই পাহাড় ঘেঁষা। রাস্তাঘাটের বেহাল দশা। এ বিষয়টিকে গুরুত্ব দিবে, এমন প্রার্থী কে ভোট দিবো।

ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নসহ পরিষদের ভোগান্তি দূর করবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তারা।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ২৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে নির্বাচন কমিশন কঠোর রয়েছে। আইন বহির্ভূত কর্মকাণ্ড করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :