স্ত্রীকে মারধরের সময় মাথায় আঘাত লেগে প্রাণ গেল সন্তানের

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১৫:৩৮| আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৬:১৫
অ- অ+

ঝগড়াঝাটির একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী তার স্ত্রীর গায়ে লাঠি দিয়ে জোরে আঘাত করেন। সেই আঘাত লাগে স্ত্রীর কোলে থাকা ৫ বছর বয়সী শিশু জাকারিয়া হোসেনের গায়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।

বুধবার ভোরে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালন্দার স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া ওই গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও জাকিয়া বেগমের (২৯) ছেলে।

এলাকাবাসী মোকাররম হোসেন জানান, দেলোয়ার হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। প্রতিদিন ভোরে তাকে ভাটায় কাজে যেতে হয়। বুধবার ভোরে দেলোয়ার ও তার স্ত্রী জাকিয়া বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় জাকিয়া বেগমের কোলে থাকা শিশু জাকারিয়া হোসেনের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান সরকার জানান, অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকে। সম্ভবত অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃত হত্যা নয়। এটি একটি দুর্ঘটনা মাত্র। তাদের আরও দুটি সন্তান রয়েছে।

এ বিষয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পিতা দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চব্বিশের শহীদ ও নির্যাতিত পেশাজাবীদের পরিবারকে সম্মাননা দেবে বিএনপি
হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা