ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যুর ঘটনায় সেই শিক্ষক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গাড়িচাপায় রুবিনা আক্তার নামে এক নারীর নিহতের ঘটনায় ওই গাড়িটির চালক আজহার জাফর শাহকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।
নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেনের দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
ঢাকা টাইমসকে ওসি নূর মোহাম্মদ বলেন, ‘নিহত নারীর ভাইয়ের সড়ক পরিবহন আইনের মামলায় আজহার জাফর শাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।’
সড়ক পরিবহন আইনের মামলায় সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাবি এলাকায় কবি নজরুলের সমাধিসৌধের বিপরীতে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহের ব্যক্তিগত গাড়ি।
ওইসময় মোটরসাইকেল থেকে নিচে পড়ে আজহার জাফর শাহের গাড়িতে আটকে যান রুবিনা আক্তার। চালক আজহার জাফর শাহ ওই অবস্থাতেই গাড়িটি চালিয়ে যান প্রায় এক কিলোমিটার।
পরে নীলক্ষেত এলাকায় তাকে আটকে গাড়িটির নিচ থেকে রুবিনা আক্তারকে উদ্দার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তেজিত জনতা আজহার জাফর শাহকে গাড়িসহ আটকে পিটুনি দেয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়। একপর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জালকারী চক্রের সদস্য গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে নয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উত্তরায় ফ্ল্যাটবন্দি সেই নারী ও সন্তানরা এখন ভালো আছেন, এড়াচ্ছেন ভাইয়েরা

কাভার্ডভ্যান আটকে চাঁদাবাজি, ঢাবির তিন শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা আজও দূষিত শহরের তালিকায় প্রথম

হিরো আলমকে নিয়ে ‘কোনো মন্তব্য নেই’, বললেন ওবায়দুল কাদের

‘বিপজ্জনক’ হয়ে উঠছে ঢাকার বায়ু

মুসলিমরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীর হতে পারে আগামীর ইসরায়েল
