১০ ডিসেম্বরের গণসমাবেশের সমর্থনে নয়াপল্টনে বিএনপির শোডাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:০০
অ- অ+

সরকার সোহরাওয়ার্দী উদ্যান দিলেও আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনেই গণসমাবেশে অনড় বিএনপি। নয়াপল্টনে সমাবেশের সমর্থনে মিছিল ও শোডাউন করেছে দলটি।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে স্লোগান দেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি। এ ছাড়া মিছিল থেকে রাজশাহীর গণসমাবেশে বাধা ও সারা দেশে নেতাকর্মীদের নামে মামলা-গ্রেপ্তারের প্রতিবাদও জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, মামলা-হামলা করে, বাধা দিয়ে সমাবেশ ঠেকানো যাবে না। আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির সমাবেশ হবে। জনগণ জেগে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যুবলীগ-ছাত্রলীগ দিয়ে সমাবেশের গণজোয়ার ঠেকানো যাবে না।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা