সোনালী ব্যাংকে ডিএমডি হিসেবে মীর মোফাজ্জল হোসেনের যোগদান

সোনালী ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন মীর মোফাজ্জল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে যোগদান করেন।
যোগদানের পূর্বে তিনি ২০২১ সালের ১ নভেম্বর হতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও লোকাল প্রিন্সিপাল অফিসে এবং পল্লী সঞ্চয় ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে প্রধান কার্যালয়ের প্রশাসন ও ফিন্যান্স ডিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
মীর মোফাজ্জল হোসেন ১৯৯৬ সালে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রশাসন, ঋণ, আদায়, নিরীক্ষা বিভাগসহ মাঠ পর্যায়ে রিজিওনাল ম্যানেজার ও জোনাল ম্যানেজার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি লাভ করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কমেছে শীতকালীন সবজির সরবরাহ

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আসছে আইন, খসড়া তৈরি

বাংলদেশে এক্সিকিউটিভ উডওয়ার্কস লিমিটেডের যাত্রা শুরু

চারদিনের টার্কিশ ফুড মেলা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু

সোনালী ব্যাংকে আইসিসি টুলস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত

১ ফেব্রুয়ারি থেকে চিনির দাম বাড়ছে কেজিতে ৫ টাকা

ডলার সংকট: আমদানিকারকদের মাথায় হাত

পূবালী ব্যাংকের মাতুয়াইল উপশাখার উদ্বোধন
