শেষ হচ্ছে কাবিলা-শুভ-পাশাদের ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:১৬
অ- অ+

কয়েক বছর ধরে বাংলাদেশি নাটকপ্রেমীদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর- সব জায়গাতেই এ নাটকের জনপ্রিয়তা শীর্ষে।

প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সিজনের পর সাফল্যের ধারাবাহিকতার পর বর্তমানে নাটকটির চতুর্থ সিজন প্রচারিত হচ্ছে। তবে, নাটকটির দর্শকদের জন্য দুঃসংবাদ হলো- চলতি মাসেই প্রচার শেষ হচ্ছে চতুর্থ সিজনের।

নির্ভরযোগ্য সূত্রে খবর, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ আগামী ২৪ ডিসেম্বর ১১৭ পর্বের মাধ্যমে শেষ হবে। বিষয়টি জানতে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কয়েক দফায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তবে চতুর্থ সিজনেই থামবে না ‘ব্যাচেলর পয়েন্ট’। সামনে আসবে এর নতুন সিজনও। এর নির্মাতা কাজল আরেফিন অমির সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মিলেছে সে ইঙ্গিত। সেখানে অমি বলেন, ‘আমি যতদিন পারবো দর্শকদের এভাবে আনন্দ দিয়ে যেতে চাই। আগামীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ আরও জমে উঠবে। সামনে কাবিলা-শুভদের জীবনে অনেক কিছু দেখা যাবে।’

সপ্তাহের শুক্র, শনি, রবি এই তিন দিন রাতে ধ্রুব টিভিতে প্রচার হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন প্রমুখ।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা