নরসিংদীতে ইউপি চেয়ারম্যান জাফর হত্যা মামলায় আরো দুজন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর গুলি করে হত্যা করা হয় রায়পুরার মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে।
গ্রেপ্তাররা হলেন- রায়পুরা থানার মির্জারচর বিরামপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রমজান (২৮) ও মির্জারচর ব্যাপারী বাড়ির আবু সিদ্দিক-এর ছেলে রাসেল ওরফে এবাদুল্লাহ (৩৫)। এসময় দুটি একনলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, চর এলাকার আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে হত্যার পরিকল্পনা করে প্রতিপক্ষ আসামিরা। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ পর মির্জারচর ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেঘনার পাড়ে বেরিবাঁধের অগ্রগতি বিষয়ক সভা শেষ করে ফেরার পথে চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
হত্যার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে জেলা পুলিশ।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ক্যান্টনমেন্টে গঠিত দল গণতান্ত্রিক হয় না: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে কৃষি জমিতে মাটি কাটায় অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

‘গ্রামে গঞ্জে মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে’

গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাকে যুবলীগ নেতার ঘর উপহার

‘বাসন্তী মার্কা মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় কৃষক নিহত

কুষ্টিয়ায় দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
