আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাজ্য আ.লীগের র‌্যালি

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২২, ১৯:২৩
অ- অ+

বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগ শনিবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

বিশ্ব মানবাধিকার ও বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থির ব্যাপক উন্নতি হয়েছে। এই সরকার ন্যায় বিচার, সাম্য, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের জঙ্গি দমন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলেও বর্তমান সরকার জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় বাংলাদেশে শান্তি ফিরে আসছে।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, কাওসার চৌধুরী, মাসুক ইবনে আনিস, আনসারুল হক, মেহের নিগার চৌধুরী, সৈয়দ ছুরুক আলী, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল খান, তামিম আহমদ, সরোয়ার কবির, সাহাদাত হোসেন জয় প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা