মানিকগঞ্জে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:০৩

মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফট ছিঁড়ে আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে গুরুতর আহত হয়ে তিনজন ওই হাসপাতালে ভর্তি থাকলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা (২১)।

আহত জহিরুল ইসলাম ইসলাম জানান, ‘ডাক্তার দেখানোর জন্য আমি একজন রোগী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মার্কেটে মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে আসি। নিচ তালা থেকে আমরা ৭ থেকে ৮ জন লোক ৩য় তলায় যাওয়ার জন্য লিফটে উঠি। ৩য় তলায় যাওয়ার সাথে সাথেই লিফট ছিঁড়ে নিচে পড়ে যাই। আমরা নিচ তলায় পড়ে যাই। এতে করে কমবেশি সবাই আহত হই। আমি কোমর ও পিঠে প্রচুর ব্যথা পেয়েছি। এছাড়া বয়স্ক এক মহিলার পা ভেঙে গেছে ও এক সিজারিয়ান মহিলাও অনেক ব্যথা পেয়েছেন।’

ওই মার্কেটের নিচ তলার এক ফাস্টফুডের দোকানদার টিটু জানান, ‘হঠাৎ করেই একটি বিকট আওয়াজ পাই। পরে দোকান থেকে বের হয়ে দেখি লিফট ছিঁড়ে পড়ে গেছে। ভেতরে সবাই চিৎকার করছে। পরে বেশ কয়েকজন এসে লিফট খুলে তাদের বের করা হয়। এদের মধ্যে কেউ পায়ে, কেউ মাথায়, কেউ হাতে আঘাত পেয়েছে। ১৫ দিন আগেও এমন করে লিফট ছিঁড়ে গিয়েছিল।’

মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার মো. বাবুল আক্তার খান জানান, ‘এই লিফট আমরা সময় মতই সার্ভেসিং করি। কিন্তু কেন এমন হলো- তা টেকনিশিয়ান না এলে বোঝা যাবে না। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, সবাইকে আমরা চিকিৎসা দিয়েছি।’

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :