বিএনপির ‘ঐক্যকে’ অর্থহীন ও জগাখিচুড়ি বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৩:১১
ফাইল ফটো

বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতকে নিষিদ্ধ করা আদালতের বিষয় বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না।’

‘এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে।’

‘আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে’ জানিয়ে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।’

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল তাদের (বিএনপি) কর্মসূচি দেখলাম, জনগণের সম্পৃক্ততা নেই।’

তিনি বলেন, ‘ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছোঁড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।’

‘আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।’

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি দেখে বিএনপির অন্তরজ্বালা বেড়েছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সভা-সমাবেশ দিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।’

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :