পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহ, জনজীবনে স্থবিরতা

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৪১

আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে শীতের জেলা পঞ্চগড়। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস । আরও দুয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সপ্তাহজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাস বয়ে চলেছে অবিরাম। এতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দুপুরের দিকে সূর্য দেখা দিলেও ঘনকুয়াশার দাপটে উত্তাপ নেই। টানা শৈত্যপ্রবাহে ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

পৌর শহরের তেলিপাড়া মহল্লার ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই ঘনকুয়াশা। সারাদিন বাতাসের কারণে খুব ঠাণ্ডা। কেউ রিকশায় উঠতে চায় না। আমরা দিনে ৫০০-৬০০ টাকা আয় করতাম। এখন ২০০-৩০০ টাকাও আয় হয়। আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আরও দুয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :