বিএনপির কর্মসূচি হাঁসের হাঁকডাক: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:১৪ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

‘বিএনপির কর্মসূচি হলো হাঁসের ডিম পাড়ার মতো হাঁকডাক করা’-এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি গতকাল গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। ৫৪ দলের কর্মসূচিতে কয়েক হাজার লোক হয়েছে। কর্মসূচি নিয়ে যেভাবে হাঁকডাক করা হয়েছিল তার কিছুই না। হাঁস যেমন ডিম পাড়ার আগে অনেক হাঁকডাক করে বিএনপিও তাদের কর্মসূচি দিয়ে হাঁসের মতো হাঁকডাক শুরু করেছিল।’

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো সতর্ক পাহারায় থাকবে বলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক দল। গত নির্বাচনে বিএনপি মাত্র কয়েকটি সিট পেয়েছিল। বিএনপি হলো বিদেশি ক্ষমতা নির্ভরশীল দল। তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগের মূল ক্ষমতা হলো দেশের জনগণ।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ রাস্তায় সমাবেশ করে না। তাই বিএনপিকে বলব, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাস্তা বাদ দিয়ে কোনো মাঠে গিয়ে সমাবেশ করেন।’

বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে যে আইন আদালত স্বাধীন, সেটা প্রমাণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনের মাধ্যমে।’

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :