নীলফামারীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ১২:৪৬
অ- অ+

নীলফামারী সদরের গোড়গ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এখনো অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রতিদিন স্থান পরিবর্তন করে ১০ থেকে ৩০ গজ বা ১ কিলোমিটার দূরে গিয়ে বসে থাকতেন। খাওয়া-দাওয়াও কখনো করতে দেখেনি স্থানীয়রা। কেউ তার নাম পরিচয়ও জানেন না। তবে নিশ্চুপভাবে এলাকায় ঘুরাঘুরি করতেন।

গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব জজ বলেন, আমরা এখন পর্যন্ত তার পরিচয় পাইনি, তবে সোশ্যাল মিডিয়ায় তার ছবিটি ভাইরাল করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করতেছি তার পরিচয়টি নিশ্চিত করার জন্য।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, মরদেহের উপড়ে কোন আঘাতের চিহ্ন নাই। স্থানীয়রা বলছে তিনি বিভিন্ন সময় ওই এলাকায় ঘুরে বেড়াতেন। তবে কেউ তার নাম পরিচয় জানে না। পরিচয় শনাক্তে কাজ করছি। এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা