ইউক্রেনকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাংক, রাশিয়া বলছে ‘পুড়িয়ে দেবে’
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক দিচ্ছে জার্মানি। মিত্র দেশের এই সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে ৩১টি শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক পাঠাচ্ছে।
বিশ্লেষকরা বলছে, চলমান এই যুদ্ধে ইউক্রেনকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাংক দেওয়ার ঘোষণা একটি বড় টার্নিং পয়েন্ট। এর ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের পথে পশ্চিমা মিত্রদের কাছ থেকে ট্যাংক পাওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘মুক্ত বিশ্ব’ ইউক্রেনের মুক্তির জন্য আগের মতো অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ।
জার্মানি ও যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে ট্যাংক দেওয়ার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলছে, ইউক্রেনে পশ্চিমাদের ট্যাংক পৌঁছানোমাত্রই তা পুড়িয়ে দেবে তারা।
ইউক্রেনকে ট্যাংক দেওয়াকে ‘একটি ব্যর্থ পরিকল্পনা’ মন্তব্য করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই দামি ট্যাংকগুলো অন্য সবকিছুর মতো নিমিষেই জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হবে।’
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত অন্তত ১৬টি দেশের কাছে লিওপার্ড-২ ট্যাংক রয়েছে। ইউক্রেন মনে করছে, অত্যাধুনিক এমন ৩০০ ট্যাংক পেলে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে।
তবে ক্রেমলিন বলছে, জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে ট্যাংক সরবরাহ করলেও তাতে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না। বরং রাশিয়াকে হারাতে পশ্চিমারা যে ভ্রমের মধ্যে আছে সেজন্য তাদের অনুশোচনা করতে হবে।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ডিএম)